Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়

যুব উন্নয়ন অধিদপ্তর

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, রাজবাড়ি সদর, রাজবাড়ি।

সিটিজেন চার্টার

 

প্রশিক্ষন কার্যক্রমঃ

ক্রঃনং

সেবা সমূহের বিবরন

সেবা গ্রহীতা

বয়স,শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী

প্রশিক্ষণ ট্রেডের নাম

সেবা প্রদানের সময় সিমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

 

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

বেকার যুবকও যুব মহিলা

১৮-৩৫ বছর

নিম্মে ৫ম শ্রেণী পাশ এবংএকই এলাকায় কমপক্ষে ৩০/৪০ জন বেকার যুব ও যুব মহিলা একত্রে ব্যাচ গঠন করতে হবে।

১। গবাদী পশু হাঁস-মুরগী পালন

২। মৎস্যচাষ

৩। গরু মোটাতাজাকরন

৪। পোষাক তৈরী প্রশিক্ষন

৫। ছাগল পালন

৬। কৃষি বিষয়ক প্রশিক্ষণ

৭। ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষন

৮। মাশরুমচাষ

৯। ব্লক ও বাটিক প্রিন্টিং

১০।এছাড়া ও স্থানীয় চাহিদার ভিত্তিতে যেকোন ট্রেডে প্রশিক্ষন দেওয়া হয় ।

১১। পারিবারিক পোল্ট্রিপা লন

১২। গাভীপালন

১৩। হটিকালচার

১৪।মাছের খাদ্যতৈরী

১৫। পাটজাত দ্রব্য সামগ্রী

১৬।পারিবারিক সবজি চাষ

১৭।নকশী কাঁথা

১৮। নার্সারী

১৯। বাঁশ ও বেতের কাজ তৈরী

২০। ওয়ারশ্যাট তৈরী

২১।মোমবাতি তৈরী

২২। ফুল চাষ

২৩। মোবাইল ফোন মেরামত

০৭ দিন

 

১৫ দিন

 

২১ দিন

উপজেলা যুব উন্নয়ন

 কর্মকর্তা্র

বরাবর সাদা কাগজে

আবেদন করতে হবে ।

উপজেলা যুব উন্নয়ন

 কর্মকর্তার কার্যালয় ,

 সদর , রাজবাড়ি ।

যুব ঋণ সংক্রান্ত সেবাঃ

ক্রঃনং

সেবারনাম

ঋণের প্রশিক্ষনের ধরন

ঋণের পরিমান

সার্ভিস চার্জ

কিস্তি পরিশোধেরধরন ও মেয়াদকাল

গ্রেস প্রিয়ড

জামানত (অগ্রীম)

ঋণের দফা

ঋণ প্রদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১।

যুবঋণ

প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষন প্রাপ্ত

১ম দফা -৫০,০০০/-

২য় দফা-৭৫,০০০/-

৩য় দফা-১,০০,০০০/-

১০% ক্রমহ্রাসমান

মাসিক

২বছর মেয়াদী

১ম দফায় ৩মাস

২য় ও৩য় দফায়নাই ।

৫%

(ফেরত

যোগ্য )

০৩ দফা

১। জামিনদারের জমির মূল দলিল।

২। হালনাগাদ পর্চা ও দাখিলা ।

৩। নির্ধারিত আবেদন ফরম।

৪। ঋণ চুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্প(বাধ্যতামূলক)

৫। প্রশিক্ষনের মূল সনদপত্র।

২।

যুবঋণ

অপ্রাতিষ্ঠানিকট্রেডে প্রশিক্ষন প্রাপ্ত

১ম দফা -৩০,০০০/-

২য় দফা-৪০,০০০/-

৩য় দফা-৫০,০০০/-

১০% ক্রমহ্রাসমান

মাসিক

২বছর মেয়াদী

১ম দফায় ৩মাস

২য় ও৩য় দফায়নাই ।

৫%

(ফেরত

যোগ্য )

০৩ দফা

১। জামিনদারের জমিরমূল দলিল।

২। হালনাগাদ পর্চা ও দাখিলা ।

৩। নির্ধারিত আবেদন ফরম।

৪। ঋণচুক্তিপত্রের জন্য ৩০০/=টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্প(বাধ্যতামূলক)

৫। প্রশিক্ষনের মূল সনদপত্র।

 

০৩। যুব সংগঠন রেজিট্রেশেন সংক্রান্ত সেবা।

ক্রঃনং

সেবার ধরন

রেজিট্রেশন এর ধরন

আবেদন ফরম প্রাপ্তির স্থান

আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র

যুব সংগঠন রেজিট্রেশেন এর জন্য ফি

জেলা কার্যালয়  কর্তৃক যুব সংগঠন রেজিট্রেশন  সম্পাদনের সময়

 

রেজিট্রেশেন

যুব সংগঠন

যুব উন্নয়ন অধিদপ্তর

জেলা ও উপজেলা কার্যালয়

১। গঠনতন্ত্র অনুমোদনকারী সভার কায বিবরনীর সত্যায়িত

অনুলিপি এবং কায নির্বাহী কমিটিকর্তৃক অনুমোদিত

কায বিবরনীর সত্যায়িত অনুলিপি ০৩ কপি।

২। কাযনির্বাহী এবং সাধরন পরিষদের সদস্য ও

 সদস্যাদের নাম, পেশা, বর্তমান ও স্থায়ী ঠিকানা

এবংস্বাক্ষরসহ নামের তালিকা ০৩ কপি।

৩। বাড়ীভাড়া । ক)নিজস্বসম্পত্তি হলে মূল দলিলের ফটোকপি এবং হালনাগাদ খাজনার সত্যায়িত অনুলিপি।

খ) বাড়ীভাড়া হলে পত্রের ০২ কপি সত্যায়িতফ টোকপি।

৪। ব্যাংক হিসাবের সনদের সত্যায়িত অনুলিপি০৩ কপি।

৫। গঠনতন্ত্রের ফটোকপি ০৩ কপি সত্যায়িত অনুলিপি।

৬। যুবসংগঠনের নিজস্ব প্যাডে পূথকভাবে বর্তমান ও ভবিষ্যৎ কার্যক্রম।

৭। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত কার্যকরী কমিটির তালিকা ০৩ কপি।

যুব সংগঠন রেজিট্রেশেন এর জন্য ফি

জেলা কার্যালয়ের আবেদনপত্র পাওয়ার পর ১৫ কায দিবসের রেজিট্রেশন  করা হয়। অসম্পূর্ণ/ক্রটিপূর্ণ আবেদনপত্র ফেরত প্রদান করা হয়।

৪। যুব পুরস্কার সংক্রান্ত সেবা।

ক্রঃনং

সেবার নাম

যুব পুরস্কারের নাম

বিবরণ

যে কাজের জন্য পুরস্কার দেয়া হয়

বিস্তারিত

১।

যুব পুরস্কার

১। জাতীয় যুব পুরস্কার

প্রতি বছর জাতীয় ভাবে সর্বমোট ২০জন যুবকে এ পুরস্কার দেয়া হয় ।

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষন ওযুব ঋণ গ্রহন করে আত্নকর্মসংস্থানেসফল হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছেন ।

মহাপরিচালক/পরিচালক/

উপ-পরিচালক,যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইড www.dyd.gov.bd

 

২।কমন ওয়েল্থ যুব পুরস্কার

সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক

যুব ও যুব সংগঠনকে যুব উন্নয়ন কর্মকান্ডে,আদিবাসী যুবদের উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য এ পুরস্কার দেয়া হয় ।

৩। সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড

সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক জারীকৃত নির্দেশনা মোতাবেক

দক্ষিণ এশিয়া অঞ্চলেরযুবদের সৃজনশীল এবং উৎপাদনমূখী কার্যক্রমে স্বীকৃতি স্বরুপ ১৯৭৭ সাল থেকে যুবদের  সার্ক ইয়ুথ এ্রাওয়ার্ড প্রদান করা হয় ।

৫। যুব সংগঠনকে অনুদান প্রদান সংক্রান্ত সেবাঃ

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় কর্তৃক যুব কল্যান তহবিল থেকে প্রতি বছর বাছাই কৃত যুব সংগঠন সমূহেকে প্রকল্প ভিত্তিক ১০,০০০/=থেকে ২৫,০০০/=টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়। এছাড়া অনুন্নয়ন খাতের আওতায় প্রতি বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতি জেলায় একটি করে প্রকল্প ভিত্তিক অনুদান প্রদান করা হয়। যাবতীয় তথ্য ও ফরম যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইড www.dyd.gov.bd থেকে সংগ্রহ করা যায়।

 

৬। উদ্বুদ্ধ করন কর্মসূচিঃ (ক) বাল্য বিবাহ নিরোধ (খ) যৌতুক বিরোধী কার্যক্রম (গ) এইচ আই ভি/ এইডস প্রতিরোধে গণসচেনতা সৃষ্টি (ঘ) মা ও শিশুর প্রাথমিক স্বাস্হ্য পরিচর্যা  (ঙ) সেনিটেশন (চ) মাদক দ্রব্যের অপব্যবহার রোধ করন (ছ) পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপন কর্মসুচি (জ) ধুমপানে নিরুৎসাহিত করন এবং  (ঝ) আয়োডিন যুক্ত লবন সেবনে পরামর্শ প্রদান করা হয় ।

৭। জাতীয় ও আন্তজাতিক দিবস সমূহ উবৎযাপন করা হয়।

প্রচারে কর্তৃপক্ষ

যুব উন্নয়ন অধিদপ্তর

রাজবাড়ি সদর, রাজবাড়ি।

ফোন- ০৬৪১-৬৫৯৭৬